রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ১০

আপডেট : ১৫ মে ২০২২, ০৯:১৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো শহরের এক সুপারমার্কেটে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় এক বন্দুকধারীকে আটকের পর কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। 

ছবি: সিএনএন

বার্তাসংস্থা এপিকে দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে বন্দুকধারীর এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এপিকে এক কর্মকর্তা বলেন, বন্দুকধারী রাইফেল নিয়ে সুপারমার্কেটে প্রবেশ করে এবং গুলি ছুড়ে। 

ছবি: গার্ডিয়ান

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বাসিন্দাদের ওই এলাকায় না যেতে অনুরোধ করেছেন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান, স্কাই নিউজ।

ইত্তেফাক/এএএম