বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লায় একটি বাড়িতে রেখে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গোপনে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি চলছিল| এ সময় জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন শনিবার (১৪ মে) দুপুরে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে|
একই সঙ্গে বাল্যবিবাহের আয়োজন করায় কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়|
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স|