এলেন, দেখলেন এবং জয় করলেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফেরা নাঈম হাসানের বেলায় কথাটি বলা যায় সম্ভবত। আজ থেকে চট্টগ্রামে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনের প্রথম ইনিংসের নায়ক যে তিনি। নাঈমের কল্যাণেই প্রথম সেশসটা নিজেদের করে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুণারাত্নে। তবে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ২৩ রানের সময় নাঈম হাসানের স্পিন ঘূর্ণিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন করুণারাত্নে। আউট হওয়ার আগে করেছেন মাত্র ৯ রান। এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে জুটি ধরার চেষ্টা করেন ওশাদা ফার্নান্দো। তাদের জুটি ধীরে ধীরে বড় হচ্ছিল (৪৩ রান)।
ঠিক এমন সময় আবারও লঙ্কান শিবিরে আঘাত হানেন নাঈম হাসান। এবার তার বলে কটবিহাইন্ডের শিকার অপর ওপেনার ওশাদা ফার্নান্দো। তিনি ৩৬ রান করেছেন। তখন শ্রীলঙ্কার দলীয় স্কোর ছিল ৬৬ রান।
এই রিপোর্ট লেখার সময় লাঞ্চ বিরতিতে গিয়েছে উভয় দল। সফরকারীদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৩ রান। কুশাল মেন্ডিল ২৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুস শূন্য রানে অপরাজিত।