রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: শেখ তন্ময়

আপডেট : ১৫ মে ২০২২, ২০:০৩

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র দেশের উন্নয়ন চায় না। তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে হবে। 

রবিবার (১৫ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। আমি সকল নেতা-কর্মীদের পাশে থেকে দেশের উন্নয়নে অংশীদার হতে চাই। 

পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, সদস্য সরদার ওমর ফারুক, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু প্রমুখ।

ইত্তেফাক/এমএএম