শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে রুশ কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে: রুশ রাষ্ট্রদূত

আপডেট : ১৬ মে ২০২২, ০০:৪১

ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোভের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্হা তাস এ তথ্য জানিয়েছে।

প্রলোভন দেখানোর উদ্দেশ্যেই ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোভ শনিবার রাশিয়ার একটি টেলিভিশনকে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুশ কূটনীতিকদের মুখোমুখি দেখা-সাক্ষাত্ বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন। অভিযোগের বিষয়ে সিআইএ ও এফবিআইয়ের বক্তব্য জানার চেষ্টা করেছে বার্তা সংস্হা রয়টার্স। কিন্তু তাদের কাছ থেকে তাত্ক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইত্তেফাক/টিআর