পরশু এফএ কাপের ফাইনালের ৩৩ মিনিটে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তখনই শঙ্কা বাধে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধ নেওয়া হবে তো মোহামেদ সালাহর। লিভারপুল ফরোয়ার্ড অবশ্য এফএ কাপ জয়ের পর সেই শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিলেন। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই খেলব।’
কোচ ইউর্গেন ক্লপ অবশ্য কোনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে আশায় আছেন তিনি। ইনজুরি সমস্যায় ভুগছেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। হাঁটুর চোটের কারণে ম্যাচে তাকে বদলি হতে হয়। তবে ধারণা করছেন দ্রুতই ফিট হয়ে উঠবেন।
রুদ্ধশ্বাস ফাইনালে এফএ কাপের ১৪১তম আসরে চেলসিকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারায় লিভারপুল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাতেও স্কোরলাইন ছিল গোলশূন্য। পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটের মধ্যে চার বার করে বল জালে পাঠায় দুই দল।
লিভারপুলের হয়ে পঞ্চম শটটি মিস করেন সাদিও মানে। সাডেন ডেথে ষষ্ঠ শটেও দুই দলই গোল পায়। কিন্তু সপ্তম শটে চেলসির ম্যাসন মাউন্টের শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। বিপরীতে কোনস্তান্তিনোস সিমিকাসের শট জালে গেলে শিরোপা উল্লাসে মাতে অলরেডরা। এর ফলে লিভারপুলের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়ে গেল কোচ ইউর্গেন ক্লপের।