‘আমি বেঁচে থাকি সন্ধ্যামাখা জলের গন্ধে’ শিরোনামে কবি শিহাব শাহরিয়ারের কবিতা নিয়ে আলোচনা ও একক আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
ড. শাহাদাত হোসেন নিপুর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী।
আলোচনায় অংশ নেন কবি নাসির আহমেদ, কবি অনিকেত শামীম ও কবি সৌম্য সালেক।
শিহাব শাহরিয়ারের প্রকাশিত ১১টি কবিতাগ্রন্থ থেকে বাছাই করে ২০টি কবিতার আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী আব্বাস ফারুক এবং দুটি দ্বৈত কবিতা আবৃত্তি করেন তামান্না তিথি ও আব্বাস ফারুক।