টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন (৩৫) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার বছির উদ্দিন বসুর ছেলে। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকেই পলাতক আছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহমদ জানান, ২০০৯ সালের ১০ আগস্ট যৌতুকের দাবিতে রিয়াজ উদ্দিন তার স্ত্রী লিজা আক্তারকে (২০) মারপিট করে। আশঙ্কাজনক অবস্থায় লিজাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৭ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় লিজার ভাই আজাহার আলী ২০০৯ সালের ১৯ আগস্ট রিয়াজ উদ্দিনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করেন।