খুলনায় মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) রাতে ফুলতলা উপজেলার রাড়ীপাড়া গ্রামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাসুদ রানা যশোর সদরের মো. রফিকুল ইসলামের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘এটি আত্মহত্যা হতে পারে। তাছাড়া সে নেশা করত। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এ ঘটনায় ফুলতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।