শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ মে ২০২২, ১২:৩৫

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সোমবার (১৬ মে) এই ঘোষণা দেওয়া হয়েছে। অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে অস্ত্রের পরীক্ষাটি চালানো হয়। বিমান বাহিনীর ঐ বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য র‌্যাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছোড়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডব্লিউ এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।’

যুক্তরাষ্ট্র ছাড়াও কয়েকটি দেশও হাইপারসনিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় নিশানায় ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। চীন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে।

ইত্তেফাক/টিআর