রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি দেশটির অতিরিক্ত দাবির সাড়া দিতেও প্রস্তুত ফ্রান্স বলে আশ্বস্ত করেছেন ম্যাক্রোঁ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি।
মঙ্গলবার (১৭ মে) এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসে প্যালেস জানায়, বিকেলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, আমাদের মধ্যে ‘দীর্ঘ এবং অর্থবহ’ কথা হয়েছে।
যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। ক্রমবর্ধমান উত্তেজনা বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি ম্যাক্রোঁ।
এ অবস্থায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিলেন তিনি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র বেশি সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আরও সামরিক চালান কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপান অনেক দেশ সামরিক সরঞ্জাম দিয়ে যাচ্ছে কিয়েভকে।