বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাদাখশানে নারীদের আত্মহত্যার চেষ্টার ঘটনা বাড়ছে 

আপডেট : ১৮ মে ২০২২, ২০:৩৭

আফগানিস্তানে বাদাখশান প্রদেশে গত তিন মাসে অন্তত ৩০ জন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানান। 

বাদাখশান প্রাদেশিক হাসপাতালের প্রধান হোমায়ুন ফুরাতান বলেন, আত্মহত্যার চেষ্টাকারী বেশিরভাগ রোগীই নারী। এরমধ্যে দুইজন মারা গেছেন এবং অন্যান্যদের উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, গত তিন মাসে আত্মহত্যার চেষ্টার ২৯টি ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৭ জনই নারী এবং অন্য দুইজন পুরুষ। 

ফুরাতনের মতে, পারিবারিক সহিংসতা এবং দারিদ্র্য এসব ঘটনার প্রধান কারণ। তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্বই আত্মহত্যার প্রধান কারণ। সেইসঙ্গে যাদের স্বামী-স্ত্রী বেকার এবং যারা প্রচণ্ড অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে।

ওই অঞ্চলে সম্প্রতি এক নারীর স্বামী আত্মহত্যা করেছেন। তিনি বলেন, পারিবারিক সমস্যা এবং দারিদ্র্যই তার স্বামীর আত্মহত্যার প্রধান কারণ।  

তিনি আরও বলেন, আমার স্বামী এবং আমি দুজনেই বেকার ছিলাম। যখন সন্তানরা তার কাছে কিছু চাইতো, তার কাছে তাদের জন্য কিছু কেনার টাকা ছিল না এবং সে সারাক্ষণ চিন্তিত ছিল।

বাদাখশানের বাসিন্দারা আত্মহত্যার চেষ্টাকারী নারী ও যুবকদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

 

 

ইত্তেফাক/এসআর