চট্টগ্রামে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের একটি চালানসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) গভীর রাতে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন—হামিদ হোসেন ও মো. ফারুক। এ সময় হামিদের কাছে ১০০ গ্রাম ও ফারুকের কাছে ৮৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। এর দাম ১৮ লাখ ৫০ হাজার টাকা।
এ তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান জানান, গ্রেফতার দুই জন জানিয়েছেন তারা কক্সবাজার থেকে এসব আইস সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে এসেছেন। দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।