বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারায়ণগঞ্জে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৯ মে ২০২২, ২১:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস ওয়াশিং কারখানা ও দুইটি খাবার হোটেলসহ দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার বরপা বাসস্ট্যান্ড ও দক্ষিণ মাসাবো এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ওয়াশিং কারখানাটি সিলগালাসহ অবৈধভাবে সংযোগ নেওয়ার অপরাধে খাবার হোটেল দুটিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, বরপা এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে দুই হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে।

ইত্তেফাক/ইউবি