শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেখ হাসিনার জন্যই ফুটবল আবারও জনপ্রিয় হয়ে উঠেছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২২, ১১:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই হারিয়ে যাওয়া ফুটবল খেলা জনপ্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১৯ মে) নিয়ামতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আছে বলেই দেশ আজ স্বল্পোন্নত দেশে উন্নীত হয়েছে। অল্প সময়ের মধ্যে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ। করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের ১৩২টি দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। বাংলাদেশের উপরে যে ৪টি দেশ রয়েছে তাদের জনসংখ্যা ৫০ হাজার থেকে দেড় কোটি। আর বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি। জনসংখ্যার দিক বিবেচনা করলে করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের প্রথম।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন।

 

ইত্তেফাক/এসজেড