কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে হলুদিয়াপালং ইউপিস্থ দক্ষিণ মরিচ্যা মধুঘোনা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাহ উদ্দিন।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম টিটু (৩৪) উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাগলির বিল এলাকার ছৈয়দ আহমদের ছেলে।
এএসপি বিল্লাহ উদ্দিন জানান, র্যাব-১৫'র সংশ্লিষ্টরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী হলুদিয়াপালং ইউপির মরিচ্যা বাজারের দক্ষিণে দক্ষিণ মরিচ্যা মধুঘোনায় অপরাধমূলক কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র্যাব অভিযান চালায়। উক্ত স্থানে র্যাবের উপস্থিতিতে টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলা হয়। ঐ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির ডান পাশে কোমরে গোঁজা অবস্থায় ১ টি ওয়ানশুটারগান, লুঙ্গির কোচা হতে ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধমূলক কর্মকান্ড করতেই জব্দকৃত অস্ত্র ও গুলিসমূহ তার হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে লিখিত এজাহারসহ তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।