রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নরওয়েতে ছুরিকাঘাতে নিহত ৩  

আপডেট : ২০ মে ২০২২, ১৭:৩৫

শুক্রবার (২০ মে) দক্ষিণ-পূর্ব নরওয়েতে ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

হামলার কারণ এখনও জানা যায়নি।

দক্ষিণ-পূর্ব নরওয়ের কংসবার্গের ঠিক উত্তরে নুমেডাল নামক এক উপত্যকায় এই হামলার ঘটনা ঘটে। সেখানে গত অক্টোবরে এক ব্যক্তির হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। ছুরি ও তীর-ধনুক ব্যবহার করে তিনি হামলা চালিয়েছিলেন। 

ঐ হামলার অভিযোগে ডেনমার্কের এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে। 

ইত্তেফাক/এসআর