চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের উইঘুর অধ্যাপককে জাতীয় ভাষা 'অবহেলা' করার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মিডিয়া রিপোর্টের খবরে এই তথ্য জানানো হয়েছে।
রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ওই শিক্ষকের নাম দিলমুরাত আউত (৬৫)। তিনি গুলজা কাউন্টির বাসিন্দা। আউত মার্কসবাদ ইনস্টিটিউটের ডেপুটি চাইনিজ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন। তিনি শিক্ষার্থীদের ম্যান্ডারিনে পাঠ্যক্রমের বিষয়বস্তু পড়াতেন। কিন্তু এতে শিক্ষার্থীদের আয়ত্ত করতে অসুবিধা হলে তিনি তার মাতৃভাষা ব্যবহার করতেন।
আউত ইলি পেডাগোজিকাল ইউনিভার্সিটিতে অধ্যাপক। ২০১৭ তার অভিযোগের ভিত্তিতে এই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর ভাষায় শিক্ষা দেওয়ার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গুলজার একজন সাবেক শিক্ষক বলেন, আউতকে "জাতীয় ভাষার বিরোধিতা" সন্দেহে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি আরও বলেন, স্কুলে চীনা ভাষায় কথা না বলার জন্য দিলমুরাত আউতকে চীনা কর্তৃপক্ষ কয়েকবার তদন্ত করেছিল।