মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন।’
শনিবার (২২ মে) বিকালে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিষ্ণুকাঠী মাদ্রাসা মাঠে এসব কথা বলেন তিনি। এসময় তিনি সারেংকাঠি ইউনিয়নে করফা বাজার-জলাবাড়ী খেয়াঘাট পর্যন্ত এলজিইডি সড়ক ও আলকিরহাট-উত্তর করফা আর এইচ ডি সড়কের উদ্বোধন শেষে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
মন্ত্রী আরও বলেন, ‘মহামারি করোনাকালীন দেশের রাস্তা-ঘাট, অবকাঠামোগত চলমান কোনো উন্নয়নই থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে পদ্মা সেতু নির্মিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সায়েম, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও বিষ্ণুকাঠী মাদরাসার সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।