শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈশ্বরদীতে মরণোত্তর সম্মাননা পেলেন ২১ বীরমুক্তিযোদ্ধা

আপডেট : ২১ মে ২০২২, ১৮:০১

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ঈশ্বরদীর প্রয়াত ২১ জাসদ নেতা ও বীর-মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ২১ মে (শনিবার) দুপুর ২টায় ঈশ্বরদী ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইনিঞ্জনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের পূর্বে প্রয়াত জাসদ নেতা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার এ্যাড. কাজী সদরুল হক সুধা, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জাসদ নেতা রশিদুল আলম বাবু, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাংবাদিক ববি সরদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসদ নেতা জাহাঙ্গীর আলম। প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পরিবারের সদস্যরা।

মরণোত্তর সম্মাননায় পেলেন, জাসদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরদীর সন্তান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু, মুক্তিযুদ্ধের সংগঠক লুৎফর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খায়রুজ্জামান বাবু, বীরমুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম চুনু সরদার, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান কচি, বীরমুক্তিযোদ্ধা ড. আব্দুল মোতালেব খোকন, এ্যাডভোকেট মঞ্জুর হোসেন বকুল, মাহাবুব আহমেদ খান, বীরমুক্তিযোদ্ধা প্রকৗশলী আব্দুল রশিদ, মুক্তিযুদ্ধের সংগঠক মতিউর রহমান সরদার, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবু মন্ডল, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান দুলাল, বীরমুক্তিযোদ্ধা মিদ্দিকুর রহমান সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আবু তালেব মুকুল, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বকুল, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুস সামাদ মজনু, আব্দুল কাদের মন্ডল।

ইত্তেফাক/এআই