রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
গত বছরের ২৩ এপ্রিল সরকারের তত্কালীন অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পরপরই দক্ষিণ সিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এ বি এম আমিন উল্লাহ নুরীকে পদায়ন করা হয়েছিল।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞাকে প্রেষণে রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৪ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।