প্রকাশ : ১২ মে ২০২২, ২০:১৫আপডেট : ২২ মে ২০২২, ১৭:১৮
-
গত কয়েক মাস যাবত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি ভোজ্যতেল নিয়ে চলছে তেলেসমাতি। মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনায় সমাধানের পথ বের হলেও খুচরা বাজারে চলছে কারসাজি। গোডাউনে হাজার হাজার লিটার তেল থাকলে খুচরা দোকানে তেলের মহাসংকট। সাধারণ মানুষ তেল খুঁজে পাচ্ছে না বেশি দাম দিয়েও। কোথায় কোথায় দেখা যায় পলিথিন কিংবা ছোট বোতলে ১০০ কিংবা ২০০ গ্রাম তেল কিনতে।