সখীপুর উপজেলা পরিষদ মাঠসংলগ্ন পাঁচটি সরকারি কার্যালয়ের সামনে দীর্ঘ জলাবদ্ধতা থাকায় কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কার্যালয়গুলো হচ্ছে—উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, যুব উন্নয়ন, পাট উন্নয়ন ও সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়।
সরেজমিন দেখা যায়, উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান-মেম্বার প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের থাকে অবাধ যাতায়াত। পানি ও কাদা মাড়িয়েই তাদের ঐ কার্যালয়ে যেতে হচ্ছে। এতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে শতশত লোকজনের।
উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আমির আলী বলেন, ছুটির দিন ছাড়া প্রত্যেক দিনই আমাদের পানি ও কাদা মাড়িয়েই অফিসে আসতে হচ্ছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম বলেন, সেবাগ্রহীতারাও চরম দুর্ভোগ শিকার করে আমাদের কাছে আসে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বলেন, বর্ষা শুরু হলেই এই পাঁচটি কার্যালয়ের সামনে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কার্যালয়গুলোতে আসতে আমাদের ও সেবাগ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।