শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা টেস্ট

মুশফিক-লিটনের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টা

আপডেট : ২৩ মে ২০২২, ১২:১২

টেস্ট ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে। প্রথম সেশনের প্রথম ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাটিং দল যদি কোনো উইকেট না হারিয়ে এই সময়ে ক্রিজে টিকে থাকতে পারে তাহলে লম্বা ইনিংস খেলা যায়। বাংলাদেশ আজ সেই প্রথম ঘণ্টাতেই খেই হারিয়ে ফেলেছে।

প্রথম ঘণ্টা বললেও ভুল হবে। মাত্র ৪০ মিনিটের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের স্কোর তখন ছিল মাত্র ২৪ রান। প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মুমিনুল হক ও সাকিব আল হাসান। এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন তামিম, জয় ও সাকিব।

তবে ভালো খবর হলো- সেই বিপর্যয় সামাল দেওয়ার প্রাথমিক কাজটা এরই মধ্যে করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম সেশনে আর কোনো উইকেট হারাতে দেয়নি তারা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬৬ রান। মুশফিক ২২ ও লিটন ২৬ রানে অপরাজিত।

 

ইত্তেফাক/টিএ