টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার (২৩ মে) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার মির্জাপুর বাইপাস আন্ডার পাসের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের আমির হোসেনের ছেলে কলেজ ছাত্র ইয়াসিন হোসেন কানন (২০) ও পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে শহিদুল ইসলাম (১৯)।
মির্জাপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার মোল্লা জানান, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু বেড়ানোর জন্য টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা হলে মোটরসাইকেলটি মির্জাপুর বাইপাস আন্ডার পাসের উপর উঠলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যায়। গুরুতর অবস্থায় শহিদুলকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপার পলাতক। তাদরে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।