গতকাল ছিলো অভিনেতা ওমর সানী মায়ের মৃত্যুবার্ষিকী। মাকে হারানোর দিনে বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া-মাহফিলের আয়োজন করেন ওমর সানী। জীবনের নানা বিষয়ে অনুভব করলেন।
ওমর সানী বলেন, যার মা নেই সেই কেবল বুঝতে কতটা শূণ্যতা জীবনে। তবে দিনটিতে আমার মায়ের বয়সীদের কিছু মানুষের সঙ্গে কাটিয়েছি। তাদের সঙ্গে দেখে তাদের দুঃখ লাঘব করার চেষ্টা করেছি মাত্র।
এই বৃদ্ধাশ্রমের এক মায়ের চোখের অপারেশন, আরেকজনের চিকিৎসাসহ হাফেজিয়া মাদ্রাসার সমস্ত ছেলে মেয়েদের ইউনিফর্ম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন এই নায়ক।
বৃদ্ধাশ্রমে কাটানো সময়ের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানী লিখেন, ‘আমি একদিন ছোট ছিলাম বড় হয়েছি, বেশ বড়, কেউ ভাই বলে, কিছু অংশ আঙ্কেল বলে। আমার সঙ্গে যাকে দেখছেন তার একসময় শক্তি সামর্থ ছিল যৌবনের শক্তি ছিল, আজ নেই। একদিন আমারও থাকবে না আর আপনি যে আমার লেখাটা পড়ছেন আপনি একটু ভাবুন তো আপনার কি হবে, শরীরের অহংকার, হিংসা পাওয়ার সব ভুলে যাই সহযোগিতা করি, আল্লাহ আমাদের হেফাজত করুন।’