এশিয়া কাপ হকির মতো বড় আসরে ম্যাচ জেতা বড় ব্যাপারই। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নেমে দক্ষিণ কোরিয়ার কাছে বিধ্বস্ত হলেও গতকাল (২৪ মে) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জিতেছে। বাংলাদেশ ২-১ গোলে ওমানকে হারিয়েছে।
এই ওমানের কাছেই কদিন আগে হেরেছিল বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে হার মানতে হয়েছিল মিমো, জিমি, খোরশেদুর রহমানদের। গতকাল মঙ্গলবার সেই ওমানকে হারিয়ে শুধু প্রথম জয়ের মুখই দেখেনি, একই সঙ্গে প্রতিশোধও নিয়েছে।
ওমানের বিপক্ষে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের গোল ২টি করেন আশরাফুল ও রাকিবুল। আশরাফুল ইসলাম গোল (১-০) করে এগিয়ে দিলেও ওমানের রাশেদ ফিল্ড গোল করে সমতা এনেছিলেন ১-১। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে রাকিবুল জয়সূচক গোল করেন ২-১। বাংলাদেশের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার।
ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান কাপ হকির অন্য ম্যাচে পাকিস্তান ১৩-০ গোলে ইন্দোনেশিয়াকে, মালয়েশিয়া ৫-৪ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং জাপান ৫-২ গোলে ভারতকে হারিয়েছে। দুই গ্রুপে ৮ দল লড়াই করছে। গ্রুপ-সেরা চার দল আগামী বিশ্বকাপ হকিতে খেলবে।