বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ১৮ সদস্যের দলে ছিলেন কামিল মিশারা। বাঁহাতি এ তরুণ ওপেনার অবশ্য দুই ম্যাচেই একাদশে সুযোগ পাননি। তবে সাইড বেঞ্চে থেকে সফর শেষ করার সুযোগটাও পেলেন না ২১ বছর বয়সী এ ক্রিকেটার।
তৎক্ষণাত্ সিদ্ধান্তে গতকাল মঙ্গলবার দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো ফেরত পাঠানো হয়েছে মিশারাকে। এমন তড়িঘড়ি ‘ফ্লাইং ব্যাক’-এ অবশ্য এ তরুণ ক্রিকেটারের দায়টাই বেশি। টিম হোটেলে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত এ ক্রিকেটারকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিতে তাই কালবিলম্ব করেনি এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার তদন্তে কমিটি করবে এসএলসি। তারপরই তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
গতকাল বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টিম হোটেলে নিজের রুমে এক জনকে আতিথ্য দিয়েছিলেন মিশারা, যার মাধ্যমেই খেলোয়াড়দের আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে কতৃর্পক্ষের হাতে, যেটি নিয়ে রিভিউ করবে এসএলসি।