শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রেমের গান দিয়ে এখন আর হবে না: ফখরুল

আপডেট : ২৬ মে ২০২২, ১০:৩৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে আমরা যে ভয়াবহ অবস্থার মধ্যে আছি, তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সেই গান এক সঙ্গে গাই—‘বল বীর/চির উন্নত মম শির।’ আর কোথাকার সেই ঘুমের গান এবং প্রেমের গান দিয়ে এখন আর হবে না, এখন জেগে ওঠার গান গাইতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি ও নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এ যুগেও এ ধরনের ঘটনা দেখতে হচ্ছে। নারীর ওপর চরম নির্যাতন চলছে। এখানেই কাজী নজরুল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। ঠিক এ অবস্থাটার বিরুদ্ধেই সবাইকে জেগে উঠতে হবে। আমাদের উদ্দীপ্ত হতে হবে, সবাইকে জাগিয়ে তুলতে হবে। সবার আগে তরুণ-যুবকদের জাগাতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত অবস্থায় আছেন, আমাদের গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এখনই আমাদের জেগে উঠে নিজেদের মুক্ত করতে হবে।’ কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, ‘বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এত বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে এবং তার কথা উচ্চারণ করতে ইচ্ছে করে। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। এই যে দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনে সব বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে—এখান থেকে বেরোতে হবে।’

ইত্তেফাক/এমআর