আজ (২৬ মে) সকালে মাঠে নেমেই যদি শ্রীলঙ্কার আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালকে আউট করা সম্ভব হতো, তাহলে ম্যাচের লাগাম এখনো বাংলাদেশের হাতেই থাকতো। কিন্তু সেটা আর হলো না। বাংলাদেশি বোলারদের কোনোভাবেই উইকেট দিতে রাজি নয় লঙ্কান দুই ব্যাটার। এতে ঢাকা টেস্টের লাগাম এরই মধ্যে স্বাগতিকদের হাত থেকে ফসকে গেছে।
এই রিপোর্ট লেখার সময় লাঞ্চ বিরতি চলছে। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৬৯ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ৯৩ ও দিনেশ চান্দিমাল ৬১ রানে ব্যাট করছেন। তাদের দু'জনের জুটি দাঁড়িয়েছে ১০৩ রানে। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৪ রানের।
আজ ঢাকা টেস্টের চতুর্থ দিন। অলআউট হওয়ার আগ পর্যন্ত লঙ্কানরা ব্যাটিং করবে যে তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন দেখার বিষয় তাদের লিড কত রানে গিয়ে থামে। এরপর আবার ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সবমিলিয়ে ঢাকা টেস্ট কোন দিকে যাচ্ছে তা এখনি বলা যাচ্ছে না। ড্র অথবা ফল দু'টোই হতে পারে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৭৫ রানে অপরাজিত থাকেন। লিটন দাস করেন ১৪১ রান।