নেত্রকোনার খালিয়াজুরীর নগর ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে একজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে বুধবার রাতে লিটন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরর পর তাকে তার শ্বশুর বাড়ি এলাকা খালিয়াজুরীর নগর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
লিটন সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুধাংশু সরকারের ছেলে। সে পেশায় কৃষক। তার এক স্ত্রী ও দুটি সন্তান আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান। মামলার বরাত দিয়ে তিনি জানান, প্রায় চার মাস আগে মুঠোফোনের মাধ্যমে কিশোরীটির প্রেম হয় অভিযুক্ত লিটন সরকারের সঙ্গে। চলতি মাসের ৫ তারিখ বিয়ের প্রলোভন দেখিয়ে নগর ইউনিয়নের নয়াগাঁও বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেবেশ তালুকদারের ফাঁকা বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে লিটন। পরে মেয়েটিকে বিয়ে না করে সে পালিয়ে যায়। লিটনের কোন খোঁজখবর না পেয়ে মেয়েটি ধর্ষণের ঘটনাটি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা মেয়েটিকে তার নিজের পরিবারের হেফাজতে দেয়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।