দীর্ঘ ১১ বছর পর সিরি আ লিগের শিরোপা জিতেছে এসি মিলান। তাতে বড় অবদান জ্লাতান ইব্রাহিমোভিচের। কিন্তু এমন খুশির সময়ও দুঃসংবাদ শুনতে হলো ৪০ বছর বয়সী এই সুইডিশ তারকার। আগামী আট মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে।
চোটের কারণে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন জ্লাতান। পুরোপুরি সুস্থ হতে ৭-৮ মাস সময় লেগে যাবে। গতকাল বুধবার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে এসি মিলান।
বিবৃতিতে বলা হয়েছে, জ্লাতান ইব্রাহিমোভিচের বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। লায়নের জিন মারমোজ হাসপাতালে অস্ত্রোপচার করান ডা. বার্টান্ড সুন্নেরি কট্টেট। অপারেশন সফল হয়েছে এবং সুস্থ হতে ৭-৮ মাস সময় লেগে যাবে।
এই গ্রীষ্মেই এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জ্লাতান ইব্রাহিমোভিচের। তিনি চেয়েছিলেন আরও একটি মৌসুম ক্লাবটির সঙ্গে থাকতে। কিন্তু এখন চোটের কারণে তার আশা পূরণ নাও হতে পারে।