‘মাঝে মাঝে মনে হয় নতুন করে অ্যালবামের যুগ চলে আসবে। একসঙ্গে অনেকগুলো গান রিলিজ হবে। আবার মনে হয়, সংগীত ইন্ডাস্ট্রির খারাপ সময় যাচ্ছে। তবে কাজ কিন্তু কেউ কম করছেন না। আমরা সবাই কমবেশি নিয়মিত কাজ করে যাচ্ছি।’—সংগীত ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে এভাবেই নিজের মতামত প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এদিকে আসছে ঈদে প্রকাশ পাবে তার নতুন একটি গান।
নিজের নতুন গান ও ব্যস্ততা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে আমার একটি সলো গান রিলিজ হবে। এই গানটি নিয়ে ব্যস্ততা চলছে। পাশাপাশি বিভিন্ন কনসার্টেও নিয়মিত অংশ নিচ্ছি।’
আঁখি আলমগীরকে এক সময় গানে সরব দেখা গেলেও বর্তমানে সেই ধারাবাহিকতায় কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।
এ নিয়ে প্রশ্ন করতেই জনপ্রিয় এই শিল্পী বলেন, ‘গানে সরব নই এটা ভুল। নিয়মিতই গান করছি। তবে এক সময় ক্যাসেট বের হতো তাই মনে হতো অনেক কাজ করছি। তাছাড়া যখন একজন শিল্পী জনপ্রিয়তা পেয়ে যায় বা অনেকগুলো গান হিট হয় তখন কিন্তু সেই শিল্পীর নাম চেনানোর জন্য গান করা উচিত নয়। একটা সময় এসে মানসম্পন্ন কাজের দিকেই মনোযোগী হতে হয়। আমিও এখন সংখ্যা নয়, মানের দিকে নজর দিচ্ছি।’
ইদানিং শিল্পীরা এককভাবেই গান রিলিজের দিকে বেশি মনোযোগী। এছাড়া অ্যালবাম প্রকাশের প্রবণতাও নেই বললেই চলে। এতে অনেকেই মনে করছেন শিল্পীদের অডিও কোম্পানিতে থেকে গান রিলিজের চর্চা কমে যায় গানটি কমসংখ্যক শ্রোতার কাছে পৌঁছাচ্ছে।
এ নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘দেখুন শিল্পীরা শুধু এককভাবে গান রিলিজ দিচ্ছে বিষয়টি কিন্তু তেমন না। অনেক অডিও কোম্পানি থেকেই নিয়মিত গান প্রকাশিত হচ্ছে। তাছাড়া এখন তো সবকিছু ইউটিউব নির্ভর হয়ে গেছে। সেই জায়গা থেকে শিল্পীরা নিজেদের চ্যানেলে গান রিলিজ দেবে এটাই স্বাভাবিক।’
ইদানিং গানের চেয়ে মিউজিক ভিডিওর দিকেই সবাই বেশি নজর দিচ্ছেন। অনেকেই মনে করছেন এতে গানের মান কমছে।
বিষয়টি নিয়ে আঁখি তার মন্তব্যে বলেন, ‘দেখুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে। একটি অ্যালবামের টাকা দিয়ে একটি গান করা হচ্ছে। যদি সেই গানটি জনপ্রিয়তা পায় তাহলেই আর পিছু ফিরে তাকাতে হয় না। আর জনপ্রিয়তা না পেলে তো কিছু করার নেই।’