সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঝন্টুর সিনেমায় ফেরদৌস-নিপুণ

আপডেট : ২৮ মে ২০২২, ০২:০৭

নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটির নাম ‘সুজন মাঝি’। সিনেমাটিতে অভিনয় করবেন অভিনেত্রী নিপুণ ও অভিনেতা ফেরদৌস। আগামী ৩০ মে থেকে ছবির টানা শুটিং চলবে বলে জানান ছবির প্রযোজক আবু সাঈদ খান।

তিনি বলেন, “আমাদের নতুন ছবি ‘সুজন মাঝি’। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ৩০ মে থেকে টানা কাজ করে শুটিং শেষ হবে। এই ছবিটি একটা প্রেমের ছবি। ছবিটি পরিচালনা করছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।”

এই বিষয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি প্রায় এক মাস হলো সিনেমাটি নিয়ে কাজ করছি। সামনে শুটিং শুরু করবো। এছাড়া কোনো কিছু এই এখন বলতে চাই না। ভালো থাকবেন।’

এর আগেও ফেরদৌস ও নিপুণকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। তারা দুজন এবার একসঙ্গে শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ