শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁওয়ে সড়কে শুকানো হচ্ছে ধান ও খড়

আপডেট : ২৯ মে ২০২২, ১৭:১০

ঠাকুরগাঁওয়ের প্রধান প্রধান সড়কসহ জেলার গ্রামাঞ্চলের পাকা সড়কগুলোতে বর্তমানে ধান মাড়াই, ধান ও খড় শুকানো হচ্ছে। 

প্রধান সড়কের অর্ধেক রাস্তা খড় ও ধান দিয়ে ব্লক করা হয়েছে। এতে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সকাল হলেই বিশেষ করে জেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে কৃষকরা খেত থেকে ধান কেটে মাড়াই করে রাস্তার ওপরে দুই পাশেই ধান ও ধানের খড় শুকাচ্ছেন বিকাল পর্যন্ত। আর বিকাল থেকে শুরু হয় সড়কে ঢেলে দেওয়া ধান বস্তায় করে তুলে বাড়ি নিয়ে যাওয়া। এতে সড়কগুলোতে গাড়ি চলাচলের জায়গা সরু হয়ে যায়। ফলে প্রায়ই বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। 

মাসুদ রানা নামের এক মোটরসাইকেল চালক বলেন, সড়কের ওপর দুই পাশে বিভিন্ন সময় ধান, গম, ভুট্টা, ধানের খড় শুকানোর ফলে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। 

কৃষক লূৎফর রহমান বলেন, বাড়িতে জায়গা নেই। তাই বাধ্য হয়ে সড়কের দুই পাশে এগুলো শুকাতে হচ্ছে। 

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে, যাতে করে তারা রাস্তায় ধান ও খড় না শুকায়। 

ইত্তেফাক/এআই