সাভারের ছাঁটাই ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার (২৯ মে) দুপুরে সাভারের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া ও আইনগত পাওনাদি পরিশোধ না করেই জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দিয়েছে। কারখানা কর্তৃপক্ষ আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। এখন আমরা চাকরিও পাচ্ছি না। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা বাসা ভাড়া দিতে পারছি না।
শ্রমিক মো. রতন মিয়া বলেন, আমরা কারখানার সামনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগ করেনি, বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি।
এসময় শ্রমিকরা অবিলম্বে তাদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।