মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আগৈলঝাড়ায় বেড়েই চলছে ডায়রিয়া রোগী

আপডেট : ৩০ মে ২০২২, ১২:২২

বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমান্বয়ে প্রতিদিনই বেড়ে চলেছে। হাসপাতালে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও বহির্বিভাগে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত কয়েক দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেশি। 

গতকাল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন সুজনকাঠি গ্রামের সাগর বলের ছয় বছরের ছেলে আরধ্য বল, ফুল্লশ্রী গ্রামের নুরুজ্জামানের ১৩ মাসের ছেলে আব্দুল্লাহ, রাজিহার গ্রামের কেদারনাথ শীলের ছেলে পাপন শীল (৫০), দক্ষিণ শিহিপাশা গ্রামের রফিকুল ইসলামের ছয় মাসের মেয়ে রুফাইদা ও যবসেন গ্রামের জুলহাস হোসেনের চার মাসের ছেলে জুনায়েত।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, প্রচণ্ড দাবদাহ ও হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চাইতে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশি বলেও নিশ্চিত করেন তিনি।

ইত্তেফাক/ ইআ