শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরণখোলায় বহু গ্রাম এখনো অন্ধকারে 

আপডেট : ৩১ মে ২০২২, ১৩:১০

শরণখোলায় পাঁচদিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। গত শুক্র ও শনিবার উপজেলার উপর দিয়ে ব্যাপক ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে গ্রামাঞ্চলে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ওপরে পড়ায় তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যা গত পঁচদিনেও মেরামত করা হয়নি। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শরণখোলা, খুড়িয়াখালী, চালিতাবুনিয়া, সোনাতলা, বগী, তাফালবাড়ী, কদমতলা, খাদা, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, নলবুনিয়া, গোলবুনিয়া খোন্তাকাটা, জানেরপাড়, ধানসাগর, বাধালসহ অনেক জায়গায় এখনো বিদ্যুৎ লাইনে কাজ না করায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ লাইন চালু না হওয়ায় ঐ সব এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বিদ্যুতের অভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। 

এদিকে উপজেলার গোলবুনিয়া এলাকায় বিদ্যুৎ লাইন দ্রুত চালু করার কথা বলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন বলেন, বিদ্যুৎ সরাবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই/একদিন সময় লাগবে। দ্রুত লাইন চালুর লক্ষ্যে তাদের কর্মীরা নিরলস কাজ করছেন বলে তিনি জানান।

ইত্তেফাক/ইআ