শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালদ্বীপের সেনা প্রধানের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ৩১ মে ২০২২, ২৩:৪৬

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মালদ্বীপের সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রহীম, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় জেনারেল আব্দুল্লাহ শামাল করোনাকালীন ও সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী প্রদত্ত বিভিন্ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সাম্প্রতিক বছরগুলোতে বন্ধু প্রতিম দুটি দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের সরকারি সফরের কথা বিশেষভাবে উল্লেখ করেন। মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা  করেন।

হাইকমিশনার মালদ্বীপের সশস্ত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশে সশস্ত্র বাহিনী কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইত্তেফাক/ইউবি