রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আজ জিমিদের প্রতিপক্ষ পাকিস্তান

আপডেট : ০১ জুন ২০২২, ১০:০০

এশিয়া কাপ হকিতে সেরা সাফল্য হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ পাকিস্তানকে হারালেই পঞ্চম হয়ে আসর শেষ করবে জিমি-আশরাফুলরা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ।

এশিয়া কাপের প্রথম আসরে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর কোনো আসরেই তা টপকাতে পারেনি। সেই পঞ্চম স্হান আবারও ছোয়ার হাতছানি আজ। যদিও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা সুখকর নয়।

এর আগে এশিয়া কাপের ১০ আসরে প্রতিপক্ষ হিসেবে ছয় বার দেখা মিলেছে পাকিস্তানের। প্রতিবারই হারের লজ্জায় মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে। ২০২১ সালে সবশেষ ঢাকার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ৬-২ গোলে হারতে হয়েছিল। তাই খুব একটা আশায় বুক বাঁধার সুযোগ নেই বাংলাদেশের। তবে স্বপ্ন দেখতে কে না চায়।

ইত্তেফাক/টিএ

এ সম্পর্কিত আরও পড়ুন