সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ১০০ জনের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২২, ১০:৫৭

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কর্মকর্তারা বলেন, জরুরি উদ্ধার কর্মীরা আরও ক্ষতিগ্রস্থদের উদ্ধারের জন্য সন্ধান অব্যাহত রেখেছে। 

ঝড়ের পরে অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে উল্লেখ করে পানামবুকো প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের ধারাবাহিক পরিস্থিতির এটি সর্বশেষ ঘটনা।

দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হেলিকপ্টারে করে পরিদর্শন করেছেন। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের জানান, দুর্ভাগ্যজনকভাবে এই দুর্যোগগুলো ঘটে বৃহৎ আকারে। আমরা অনেক ব্যথিত। হতাহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।

ইত্তেফাক/টিআর