ষষ্ঠ হয়ে এশিয়া কাপ হকি শেষ করল বাংলাদেশ। আসরে সেরা সাফল্য হাতছানি দিলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ গোলে হারে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। প্রথম দুই অর্ধে মোট দুটি গোল খেলেও পরের দুই অর্ধে ছয় গোল হজম করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে জোড়া গোল করেন আলি মুবাশার।
ফাইনালে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া। এশিয়া কাপে এটি তাদের পঞ্চম শিরোপা। প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও ১৭ মিনিটে জুং মান জার গোলে এগিয়ে গিয়েছিল কোরিয়া। কিন্তু ২৫ চোলার সাইদের গোলে সমতায় ফেরায় মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে ৫২ মিনিটে কোরিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন হুয়াং তাইল।
গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে জিতলেও মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হারায় সুপার ফোরে উঠতে পারেনি বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে পঞ্চম স্থানের জন্য লড়াই করে তারা। কিন্তু সেই আক্ষেপেই শেষ হলো আসর। এদিকে জাপানকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ভারত।