শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উইঘুর মুসলিম নির্যাতন

চীনে বন্দিশিবির থেকে পালানোর চেষ্টা করলেই ‘গুলি-হত্যা’ 

আপডেট : ০২ জুন ২০২২, ২২:০৮

চীনের জিনজিয়াং প্রদেশে বিভিন্ন বন্দিশিবিরে লাখ লাখ উইঘুর সংখ্যালঘুদের বন্দি করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। বন্দিশিবিরে তাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। এসব পুরনো খবর। তবে নতুন করে অ্যান্ড্রিয়ান জেনজ নামে একজন শিক্ষাবিদ উইঘুরদের ওপর চীনা নিপীড়নের কুৎসিত চেহারা আবারও প্রকাশ করেছেন।  

জেনজের প্রকাশিত ফাইলগুলোর মধ্যে জিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির সাবেক সেক্রেটারি চেন ওরাঙ্গুরের ২০১৭ সালের বক্তৃতাও আছে। সেখানে তিনি বন্দিশিবিরের রক্ষীদের কেউ পালানোর চেষ্টা করলে তাকে গুলি করার এবং মেরে ফেলার নির্দেশ দেন। এছাড়া তিনি এই অঞ্চলের কর্মকর্তাদের "ধর্মীয় বিশ্বাসীদের ওপর দৃঢ় নিয়ন্ত্রণ অনুশীলন করার নির্দেশ দিয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফাইলগুলোতে চীনের জিনজিয়াং অঞ্চলের হাজার হাজার ছবি এবং সরকারি নথি রয়েছে। এসব উইঘুর সংখ্যালঘুদের সঙ্গে যে নির্লজ্জ, কঠোর এবং হিংসাত্মক আচরণ করা হচ্ছে তা নিশ্চিত করে।

তবে চীন দেশটিতে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

ফাঁস হওয়া ফটোগ্রাফ এবং অভ্যন্তরীণ নথি একটি অজ্ঞাত উত্স থেকে জেনজকে পাঠানো হয়েছে । এসব তথ্য হ্যাক করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর