শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল ইউক্রেন

আপডেট : ০৩ জুন ২০২২, ০৭:০২

দেশ পুড়ছে যুদ্ধের আগুনে। জনজীবন হয়ে পড়েছে বিপন্ন। প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। সেই শোককে শক্তি বানিয়ে আবারও ফুটবলে সক্রিয় হয়েছে ইউক্রেন। প্লে-অফ সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল তারা। আগামী ৫ জুন প্লে-অফ ফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েলস।

রাশিয়ার আগ্রাসনের এটিই ছিল ইউক্রেনের প্রথম ম্যাচ। এই জয় উদ্যাপন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কিও, ‘দুই ঘণ্টার সুখ দেওয়ার জন্য ধন্যবাদ। এমন কিছু যাতে আমরা অনভ্যস্ত হয়ে গেছি।’ 

জেলেনস্কির মতোই আবেগপ্রবণ ইউক্রেনের কোচ ওলেসান্দ্র পেত্রাকোভ, ‘আমরা তাদের জন্য খেলেছি যারা নিজেদের শেষ রক্তবিন্দু ঢেলে দিয়ে যুদ্ধ করছেন। যারা রোজ ভুগছেন। আমাদের অসাধারণ লক্ষ্যের কেবল ছোট্ট পদক্ষেপ নিলাম। সামনে ওয়েলসের বিপক্ষে ম্যাচ আছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছু করব আমরা।’

ইত্তেফাক/জেডএইচডি