মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার, আটক ৪

আপডেট : ০৪ জুন ২০২২, ০৯:২৭

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নদী-খালে মাছ, কাঁকড়া আহরণ সরকারিভাবে নিষিদ্ধ আছে। চলমান নিষিদ্ধ সময়ে সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া আহরণের সময় চার জেলেকে আটক করেছে স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা।

শুক্রবার (৩ জুন) ভোরে টিমের দলপতি কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি নৌকা, ১৫ কেজি কাঁকড়া, ড্রাম, দা ও কর্তন নিষিদ্ধ ৭৫ পিচ গরান কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঁকড়াগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক জেলেরা হলেন—খবির হোসেন, আজহারুল গাজী, আমিনুর গাজী ও তরিকুল গাজী।

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, পহেলা জুন থেকে ৯০ দিনের জন্য সুন্দরবনে মাছ, কাঁকড়া আহরণ ও পর্যটন প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ আছে। বন আইনের মামলায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন