মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শালিখায় সিলগালা ক্লিনিকে অপারেশনের সময় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২২, ০২:২৯

মাগুরার শালিখায় সিলগালা করা ক্লিনিকে নিয়মবহিভূ‌র্তভাবে অপারেশন করতে গিয়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (৬ জুন) শালিখার কুমারকোটা আলিম মাদ্রাসার সমনে ক্লিনিক মালিক ও ডাক্তারের বিচার দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। 

এর আগে গত রবিবার সকাল ১০টায় উপজেলার পুকুরিয়া গ্রামের নাজমুল মোল্লার কন্যা নিরজলার (১৩) অ্যাপেনডিকস অপারেশন করার সময় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরার সিভিল সার্জন ডা. মো.শহীদুল্লাহ দেওয়ান আলহেরা প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে মালিক বাচ্চু মিয়ার স্ত্রী নার্স কারিমনকে আটক করে শালিখা থানায় হস্তান্তর করেন এবং পুনরায় ক্লিনিকটি সিলগালা করেছেন। 

এ বিষয়ে শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা বলেন, ঐ ক্লিনিকের মালিক বাচ্চু মিয়া, তার স্ত্রী নার্স কারিমন, অপারেশনে জড়িত ডাক্তার সনিয়া শারমিন ও জামিউল হাসান সেতুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।

ইত্তেফাক/ ইআ