শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইনজেকশন নিয়ে আর খেলতে চান না নাদাল

আপডেট : ০৭ জুন ২০২২, ০৯:৩৬

গত বছর চোটের কারণে উইম্বলডনে খেলেননি। এবারও খেলবেন কি না, নিশ্চয়তা দিতে পারছেন না। চোটের সঙ্গে যুদ্ধ করেই ফ্রেঞ্চ ওপেনে সদ্য জিতেছেন ২২তম গ্র্যান্ড স্লাম। একটা পা কার্যত অবশই বলা চলে, কোনোমতে ইনজেকশন নিয়ে চালিয়ে যাচ্ছেন। ফ্রেঞ্চ ওপেন এভাবে শেষ করলেও উইম্বলডনে ইনজেকশন নিয়ে আর খেলতে চান না রাফায়েল নাদাল।

যদিও উইম্বলডন খেলার খুবই ইচ্ছা তার, ‘উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাই না। মনে হয় না কেউ উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাইবে। উইম্বলডনে খেলতে ভালোবাসি। ওখানে সাফল্যও পেয়েছি। এই প্রতিযোগিতাকে আমি খুব সম্মান করি। উইম্বলডন খেলার জন্য আমি সব সময় তৈরি। যদি জিজ্ঞেস করা হয়, এ বছর খেলতে পারব কি না—সেই উত্তর আমার কাছে এখনো স্পষ্ট নয়। আমি উইম্বলডন জিততে চাই। দেখি চিকিৎসা কেমন হয়।’

নাদাল শিগ্গিরই রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করবেন, যার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথা করা হয়। যদি সেই চিকিৎসা কাজে না লাগে, তাহলে ছুরি-কাঁচির নিচে যেতে হবে নাদালকে। তাই আগামী ২৭ জুন শুরু হতে যাওয়া উইম্বলনে এই স্প্যানিশকে দেখতে চাইলে অস্ত্রোপচার যাতে না করতে হয়, সেই প্রার্থনাই করতে হবে তার ভক্তদের।

পায়ের ইনজুরি নিয়ে ১৪ বার ফ্রেঞ্চ ওপেন বিজয়ী তারকা বলেন, ‘একটি পায়ে আমি কোনো অনুভূতি পাচ্ছি না। আমার চিকিৎসক অ্যানেন্থেটিক ইনজেকশন দেওয়াতেই কেবল দুই সপ্তাহ খেলেছি। এই ইনজেকশন দিয়ে আর খেলতে চাই না। যদি রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কাজ করে, তাহলে চালিয়ে যাব। যদি কাজ না করে, তাহলে অন্য একটা গল্প হবে।’

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন