শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সিকৃবির বীজ বিতরণ 

আপডেট : ০৭ জুন ২০২২, ১০:৪৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি সম্প্রসারণ  শিক্ষা বিভাগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়াইনঘাটের সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার গুরকচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়। 

এর আগে হাওরে পানি স্বল্প এলাকায় রবি মৌসুমে ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে পানি সংরক্ষণের সম্ভাব্যতা বিষয়ে ফোকাস গ্রুপ আলোচনা হয়৷ এসময় কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে কৃষি বিষয়ক দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

বীজ বিতরণ কর্মসূচিতে আরও অংশ নেন সহকারী অধ্যাপক ফাহমিদা হোসাইন চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশীদ ও কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা।

ইত্তেফাক/মাহি