বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২২ বছর পর হচ্ছে দোহার পৌরসভা নির্বাচন

আপডেট : ০৭ জুন ২০২২, ১৬:১৩

নতুন সীমানা গেজেট অনুসারে দীর্ঘ ২২ বছর পর আগামী ২৭ জুলাই ঢাকার দোহার পৌরসভা নির্বাচন।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় এ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশনের উপসচিব আতাউর রহমান। দীর্ঘ প্রতিক্ষিত এ নির্বাচনকে কেন্দ্র করে পৌরবাসীর মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সীমানা গেজেট অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন ও মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৩০ জুন। প্রার্থীতা প্রতাহারের তারিখ ৭ জুলাই এবং ২৭ জুলাই ২০২২ দোহার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। ইভিএমে ভোট গ্রহণ করা হবে। 

রিটার্নিং কর্মকর্তা ও দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনার পৌরসভার নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। দোহার পৌরসভার নতুন সীমানা গেজেট হয়েছে। নির্বাচনের আগে জনগণকে জানিয়ে দেওয়া হবে।’

দোহার উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার জয়পাড়া, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের কিছু অঞ্চল নিয়ে ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি দোহার পৌরসভা গঠিত হয়। ওই বছর ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন হয়। পরে ভোটার তালিকা, সীমানা জটিলতা নিয়ে আদালতে মামলা থাকার কারণে ২২ বছর নির্বাচন বন্ধ ছিল। 

২০১৩ সালে নির্বাচনের তফসিল ঘোষণার পরও নির্বাচনের ঠিক ৩ দিন আগে চরলটাখোলা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আব্দুস সোবাহান ও কাঁঠালি ঘাটা গ্রামের মৃত ফায়জুদ্দিন বেপারির ছেলে মজিবর রহমান পৌর এলাকার সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেন। এরপর পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ জুলাই, সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৭তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সীমানা জটিলতার সমাধান হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং দোহার উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় পৌরসভার সীমানা সংকোচন এবং সম্প্রসারণ করা হয়।

ইত্তেফাক/মাহি