মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে তুর্কি নাগরিক ঢাকার হাসপাতালে ভর্তি

আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:১২

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের হেলথ ডেস্কের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেন।

টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি (মঙ্গলবার) দুপুর ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তিকে বিকেলে ৩টার দিকে আমাদের এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছি।

গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির দেহে  মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়।  ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। 

ইত্তেফাক/ইউবি